বগুড়ার শিবগঞ্জে যুবলীগের স্মারকলিপি প্রদান

  রাশেদুর রহমান

প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ১১:০৮ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০০:২২

১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ স্বপরিবারে নির্মম হত্যাকান্ড ও ২১ আগষ্ট বিএনপি সরকারের  আমলে রাষ্ট্রীয় সন্ত্রাস গ্রেনেড হামলার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবীতে সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের অবস্থান কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোমিনুল ইসলাম চৌধুরী লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত