বগুড়ার কাউন্সিলর হিরুকে লাঞ্চিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১৯:২৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১০:০৩

বগুড়া পৌরসভার ভিআইপি এলাকা ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা জাসাস এর সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরুকে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ দায়ের এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানানো হয়েছে। আজ বুধবার  উক্ত ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবী জানান উক্ত ওয়ার্ডের জলেশ^রীতলার বনমালী দেব লেনের বাসিন্দা আবু বকর সিদ্দিক। 

সংবাদ সম্মেলনে বলা হয়, আমার বাড়ী নির্মাণকাজে প্রতিবেশী জাহিদ ফেরদৗস ও তার স্ত্রী তানজিয়া বিন রাজ্জাক ওরফে শাওন বাধা দিলে গত ২৪ এপ্রিল কাউন্সিলর হিরুকে জানাই। তিনি ঘটনাস্থলে গেলে জাহিদ ও তার স্ত্রী  কাউন্সিলর হিরু ও আমার সাথে দূর্ব্যবহার করে এবং কাউন্সিলরকে লাি ত করে। এ ঘটনা চাপা দিতে উল্টো কাউন্সিলরের  বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এ ছাড়া জনৈক আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান আকন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের উদ্দেশ্যে হিরুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাই এবং প্রকৃত ঘটনা তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই। তবে উক্ত মহিলা তানজিয়া বিন রাজ্জাক ওরফে শাওন মঙ্গলবার সদর থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে। পুলিশ দুটি অভিযোগ খতিয়ে দেখছে বলে জানা গেছে। 

এ ব্যাপারে কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু জানান, আমাকে লাি ত করার ঘটনায় থানায় ওই দিন অভিযোগ করেছি এবং আমার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় আইনের আশ্রয় নেব। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত