ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১৪:৩৫ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪০
শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ফেসবুকে সারজিস লিখেছেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন৷’
এর আগে রোববার (২০ অক্টোবর) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময়ে শিক্ষার্থীদের প্রতিবাদী হয়ে উঠার আহ্বান জানিয়েছেন সারজিস।
তিনি বলেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন। আগামী দিনে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে এবং সুদ, ঘুষ ও মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তার গঠনমূলক প্রতিবাদ করুন। সরাসরি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে করুন। এটি না করলে আবারও দেশে একই সংস্কৃতি তৈরি হবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত