ফেনী থেকে বাগেরহাটে ফিরে এলো ৩ ভাইয়ের লাশ

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৯:৩৮ | আপডেট : ৯ মে ২০২৫, ২০:৩২

ফেনীতে শহরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাগেরহাটের মোড়েলগঞ্জের প করণে একই পরিবারের নিহত ৩ ভাই শ্রমিকের মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় তাদের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে নিজ গ্রামে ৩ সহোদরের মরদেহ আসার পরে নিহতের স্ত্রী সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস। গোটা গ্রামজুড়ে শোকের মাতম বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম শোকাহত পরিবারের খোঁজ খবর নিয়ে নিহত ৩ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা ও নগদ ৬০ হাজার টাকা জেলা প্রশাসকের পক্ষে অনুদান প্রদান করেন।
_1653984417.gif)
নিহতদের ছোট ভাই আল আমিন মুন্সী জানান, গত মঙ্গলবার সকালে ফেনীর নাজির রোডে সেপটিক ট্যাংকির ওপর টিনের একটি ঘরে বসবাস করতো নিহত ওই ৩ ভাই। ওইদিন ফেনীতে বৃষ্টি হওয়ায় তারা কাজে যায়নি। ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিন ভাইয়ের মধ্যে বড় নুরুল ইসলাম মুন্সী(৫৫) তার দুই ছেয়ে ১ স্ত্রী রয়েছেন। মেঝো মনিরুজ্জামান মুন্সি (৪৮), দুই ছেলে স্ত্রী নেই, সেঝো আব্দুর রহমান মুন্সি (৪৩) তিনি অবিবাহিত। তারা দীর্ঘ ১৮/২০ বছর ধরে শ্রমিকের কাজ করতেন ফেনী শহরে মাঝের মধ্যে বাড়িতে আসতেন।
প করণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, প করণে নিহত ৩ ভাইয়ের মৃত্যুটি খুবই মর্মান্তিক। পারিবারিকভাবে শুধুমাত্র বসতভিটাটুকু রয়েছে। শ্রমিকের কাজ করে তাদের সংসার চলতো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত