ফেনসিডিল রাখার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

  ইসমাইল হোসেন,মেহেরপুর

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৮

ফেনসিডিল রাখার দায়ে মামুন মল্লিক ও রবিউল ইসলাম নামের ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মামুন মল্লিক মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামন পাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম। মামলার বিবরনে জানা গেছে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই মোস্তফা শওকত জামান এর নেতৃত্বে এএসআই জসিম, মাহতাব উদ্দিন, ইব্রাহিম বিশ্বাস সহ ডিবি পুলিশের একটি দল মেহেরপুর মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাক তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ক্রমিক নং (খ)/১৯(৪) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা আদায় করেন।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী মামুন মল্লিক এবং রবিউল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। এবং আসামী পক্ষে এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম কৌশলী ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত