ফিল্ম স্টাইলে চলন্ত বাস থামিয়ে আওয়মীলীগ-যুবলীগের দুই নেতাকে উপুর্যপরি কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ: ২৮ মে ২০২১, ২০:১১ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২১:১৪
মারপিট মামলায় দুই ভাই আদালত থেকে জামিন নিয়ে বাস যোগে বাড়ি ফিরার সম ফিল্ম স্টাইলে চলন্ত বাস থামিয়ে যাত্রিদের সামনেই দুই ভাইকে উপুর্যপরি কুপিায়েছে দুর্বৃত্তরা। পরে তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যার আগে বগুড়া শহরের স্টেশন রোডে জামিল নগর এলাকায় এই ঘটনা ঘটে।ছুরিকাঘাতে আহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তারেক হোসেন (৩৩) ও তার ছোট ভাই ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন (২৮)। তারা নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর ইসলামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন তারেক হোসেন জানান, বগুড়া শহরের স্টেশন রোড থেকে দুই ভাই বাড়ি ফেরার উদ্দেশ্যে হাটকড়ইগামী একটি লোকাল বাসে ওঠেন। বাসটি জামিলনগর এলাকায় জানেসাবা হাউজিং’র সামনে পৌছালে সেখানে ১০-১৫ জনের এক দল বাসটি থামায়। এরপর চালকের কাছ থেকে বাসের চাবি কেড়ে নেন। বাসের যাত্রীদের সামনে দুর্বৃত্তরা দুই ভাইকে উপুর্যপরি ছুরিকাঘাত করে চালককে বাসের চাবি দিয়ে নেমে যান। পরে চালক বাসটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে আহত দুই ভাইকে ভর্তি করেন। তারেক হোসেন আরও জানান, তার ছোট ভাই’র বাম হাতে একটি আঙ্গুল বিচ্ছিন্ন করতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন। তার অবস্থা আশংকাজনক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত