ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ১২:৪৪ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৫, ১৪:৪২

ফিলিস্তিন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বুধবার (৭ নভেম্বর) ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন। এ সময় পররাষ্ট্র সচিব এ সমর্থনের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব ফিলিস্তিনের জন্য বাংলাদেশের দৃঢ় সমর্থন, বিশেষ করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয়পক্ষ সংস্কৃতি, শিক্ষা, প্রশিক্ষণ বিনিময় এবং ওআইসি এবং অন্যান্য সংস্থাসহ বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা পর্যালোচনা করেছে। তারা এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রচারের জন্য অব্যাহত সম্পৃক্ততা এবং সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত