ফিলিপাইনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৩
দক্ষিণ ফিলিপাইনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। জানা গেছে, উদ্ধারকর্মীরা খননকাজ অব্যাহত রেখেছ এবং দিনে দিনে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে।
দাভাও দে ওরো প্রদেশের ম্যাকো শহরের একটি সোনার খনির বাইরে মঙ্গলবার রাতে ভূমিধসের ঘটনা ঘটে।
দাভাও দে ওরো প্রদেশের একজন কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেছেন, ভূমিধসে ৩৭ জনের মৃত্যু হয়েছে, রবিবার আরও দুটি মৃতদেহ পাওয়া যায়। এখন পর্যন্ত
নিখোঁজ মানুষের সংখ্যা ৬৩ জন, তাছাড়া ৩২ জন আহত। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সংশোধনের কারণ উল্লেখ করেননি।
৩০০ জনেরও বেশি লোক উদ্ধারে জড়িত, তবে ভারী বৃষ্টি, ঘন কাদা এবং আরও ভূমিধসের হুমকির কারণে অভিযান ব্যাহত হচ্ছে। রবিবার সকালে উদ্ধার কাজ আবার শুরু হয়েছে।(রয়টার্স)
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত