ফিফা বা এএফসির দিকে চেয়ে না থেকে নিজেরাই আয় করতে চায় বাফুফে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:১৯ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:১৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি গতকাল তাদের প্রথম সভায় বিএফএফ এলিট একাডেমিকে আরও উন্নত করার জন্য একটি উপ-কমিটি গঠন করেছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন– শফিকুল ইসলাম মানিক, ছাইদ হাসান কানন, সামীদ কাসেম এবং কর্নেল এম. গোলাম মাবুদ হাসান। এই উপ-কমিটি আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পরবর্তী সভার আগে তাদের রিপোর্ট জমা দেবে।

বিএফএফের সহ-সভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শহরিয়ার জাহেদী সভা শেষে বলেন, ‘বিএফএফ এলিট একাডেমিকে আরও উন্নত করার জন্য আমরা একটি উপ-কমিটি গঠন করেছি। উপ-কমিটি একাডেমির সব দিক পর্যালোচনা করে একটি রিপোর্ট জমা দেবে, এবং আমরা পরবর্তী সভায় একাডেমির সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

দেশের শীর্ষস্থানীয় ফুটবল একাডেমিগুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এসব একাডেমির মধ্যে রয়েছে– বিএফএফ এলিট একাডেমি, বিকেএসপি, শামস উল হুদা একাডেমি এবং অন্যান্য একাডেমিগুলো। এই নেটওয়ার্কের মাধ্যমে এসব একাডেমির খেলোয়াড়রা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারবে এবং একে অপরকে সহায়তা করবে।

নাসের শহরিয়ার জাহেদী আরও বলেন, ‘আমরা আগামী মে মাসে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ, অক্টোবরের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এবং নভেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য আমাদের বয়সভিত্তিক জাতীয় দলগুলোকে শক্তিশালী করার পরিকল্পনা করেছি।’

ফিফা আর এএফসির অর্থায়নই ছিল এতদিন প্রধান খাত, যা থেকে বাফুফে অর্থ পেয়ে থাকে ফুটবলের জন্য। তবে সেসব খাতকে প্রধান খাত না বানানোর ভাবনা আছে জাহেদীর। তিনি বলেন, ‘আমরা ফিফা বা এএফসি থেকে তহবিল পাওয়ার বিষয়টিকে প্রধান বিবেচ্য হিসেবে দেখতে চাই না। বরং আমরা এই তহবিলকে আমাদের উন্নয়নের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে গণ্য করছি। আমাদের বিশ্বাস, ফেডারেশনকে নিজস্ব আয়ের উৎস তৈরি করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’

অনূর্ধ্ব ১৫ থেকে শুরু হয় বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল। তবে তা এগিয়ে অনূর্ধ্ব ১০-১২ থেকে শুরু করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাকে। জাহেদী বলেন, ‘আমরা মনে করি, আমাদের অনূর্ধ্ব-১২ দল নিয়ে কাজ করা উচিত। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা অনূর্ধ্ব-১৫ এবং অন্যান্য গ্রুপের দিকে মনোযোগ দিতে বাধ্য হয়েছি। অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-১২ গ্রুপ নিয়ে কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে, তবে এটি বাস্তবায়নে সময় প্রয়োজন। কারণ আমরা একমত যে, খেলোয়াড়দের গড়ে তুলতে আমাদের তৃণমূল পর্যায়ে যেতে হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত