ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১৮:২৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:২২
ফরিদপুর শহরের কাটপট্টি জেলা বিএনপির কার্যালয় ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা এর সভাপতিত্বে আগামী ১২ই নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু, কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১২ ই নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে ফরিদপুর জেলা বিএনপি সহ তার সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রস্তূতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত