ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান নিহত

  মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা প্রতিনিধিঃ

প্রকাশ: ২৯ মে ২০২২, ১২:২৪ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২৩:২৮

ফরিদপুরের নগরকান্দায় সন্ত্রাসী হামলায় বাবু মোল্লা (৩৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চর ছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে জানাযায়, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চর ছাগলদী গ্রামে ফিরছিলেন।

এমতাবস্থায় নগরকান্দা পৌর এলাকার চর ছাগলদী রোডের পরিত্যক্ত এমো মিয়ার ইট ভাটার সামনে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবু মোল্লার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত বাবু মোল্লা ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরেই শত্রুরা এমন ঘটনা ঘটিয়েছে। 

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত