ফকিরহাট পেশাদার প্রতারক আটক, স্বর্ণালংকার উদ্ধার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ১২:৩১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকা থেকে পেশাদার প্রতারক ও ভন্ড কবিরাজ ফারুক হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। একজন মুমূর্ষু ক্যান্সার রোগীর সাথে প্রতারণা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফারুক হাওলাদার গ্রেফতার হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার শিয়ালীকান্দা গ্রামের সমর পাত্রের ছেলে প্রনয় পাত্র একজন ক্যান্সারে আক্রান্ত রোগী। দেশে-বিদেশে চিকিৎসা করালেও ভাল না হওয়ার বর্তমানে বাড়িতে ঔষধের পাশাপাশি বিভিন্ন কবিরাজী চিকিৎসা চলছে। এ মতাবস্থায় শুক্রবার সকালে অচেনা এক কবিরাজ মোবাইল ফোন করে অসুস্থ প্রনয় পাত্রের পরিবারকে বলেন, আমি যা করতে বলি তাই যদি করা হয় তাহলে প্রনয় পাত্র সুস্থ হয়ে যাবে। সহজ সরল অসহায় পরিবারটি ওই ভন্ড কবিরাজের কথামত এদিন বাড়িতে পূজা করেন। এরপর ব্যাগের ভেতর ঘরের সব স্বর্ণালংকার রেখে মন্ত্র জব করতে বলেন। পরবর্তীতে স্বর্ণ রাখা ব্যাগটি নিয়ে একটি ব্রীজের নিচে থেকে জল নিয়ে আসতে বলেন। এরপর মোবাইল ফোন করে জানানো হয় ওই স্বর্ণের ব্যাগটি একটি মাছের ঘেরের পাড়ে রেখে যেতে। ভন্ড কবিরাজের কথামত স্বর্ণের ব্যাগ রেখে দূরে দাড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে পরিবারের লোকজন। এরপর ঘেরের পাড়ে রাখা স্বর্ণালংকারের ব্যাগটি চুরি করে পালানোর সময় স্থানীয়রা ফারুক হাওলাদারকে আটক করে। এ খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভন্ড কবিরাজ ফারুক হাওলাদারের কাছ থেকে তিনটি স্বর্ণের চেন, দুইটি স্বর্ণে আংটি উদ্ধার করে। যার বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ সময় আটককৃত আসামির ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন পুলিশ। আটককৃত ভন্ড কবিরাজ ও প্রতারক বরিশালের দক্ষিণ ধামুড়া গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। এ ব্যাপারে অসুস্থ প্রনয় পাত্রের কাকা অমিও পাত্র বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি প্রতারণা মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আলীমুজ্জামান রবিবার সকালে জানান, প্রতরণা করে পালিয়ে যাওয়ার সময় ফারুক হাওলাদার নামের একজন ভন্ড কবিরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত