প্রশাসনের উদ্দেশ্যে সিইসির বার্তা, নির্বাচন যেন সত্যিকার অর্থে অবাধ-সুষ্ঠু হয়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১৯:২২ |  আপডেট  : ২ মে ২০২৪, ২১:০৯

প্রশাসনের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কমিশন থেকে চাইবো- আপনারা প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, জ্ঞান দিয়ে দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। এই চেষ্টাটা কীভাবে করবেন জানি না, ওই জ্ঞান আপনাদের আছে।

শুক্রবার (১০ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।সিইসি বলেন, নির্বাচন কমিশন কখনই একা কাজ করতে পারে না। আপনাদের (প্রশাসন) সহায়তা নিয়েই আমাদের কাজ করতে হয়।

নির্বাচন নিয়ে দেশ মাতোয়ারা হয়ে আছে উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিদিন বক্তব্য হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচনটা দেখতে আগ্রহী। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে নির্বাচন পর্যবেক্ষক আসবেন।

তিনি আরও বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার চাপা পড়ে যাবে। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত