প্রথমবার এক পর্দায় মহেশবাবু এবং দিপীকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১৭:১০ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০১:৪৮
বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তার ছবি থেকে সিনেমা দেখার জন্য অনুগামীরা যেন মুখিয়ে থাকেন। বর্তমানে অভিনেত্রী এস এস রাজামৌলির পরিচালনায় নতুন ছবিতে কাজ করতে চলেছেন । তবে সেই ছবিতে তিনি দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধবেন। এমন খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। তবে সকলেই জানতে চাইছেন পরবর্তী ছবিটির নাম কী, কবে থেকেই বা সিনেমার শুটিং হবে। এবার কার সঙ্গে জুটি বাধছেন অভিনেত্রী তবে এটি কিন্তু প্রথমবার নয় এর আগেও দক্ষিণ ইন্ডাস্ট্রির অনেক বড় তারকাদের সাথে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার রাজামৌলির সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে নতুন ছবির হাত ধরেই আবারো দক্ষিণী অভিনেতার সঙ্গে পর্দায় দেখা মিলবে দীপিকার। যদিও এ বিষয়ে এখনও কোনও নির্মাতা কোন কিছু মন্তব্য করে জানাননি। অভিনেত্রী কিন্তু তেলেগু সিনেমাতে অভিনয় করেছেন। তিনি এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত