প্রখ্যাত বাঙালি সাংবাদিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১২:৫৮ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২১:০৮
পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ( ২০ ডিসেম্বর , ১৮৬৬ — ১৫ নভেম্বর , ১৯২৩ ) একজন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক।
১৮৯২ খ্রিস্টাব্দে তিনি ভাগলপুরের টী. এন. জুবিলি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা শুরু করেন। এই স্কুলেই বাংলা র কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছাত্র ছিলেন। কয়েক বৎসর শিক্ষকতা করার পর ১৮৯৬ খ্রিস্টাব্দে সাংবাদিকতার পেশা গ্রহণ করেন। সাংবাদিক তায় তার শিক্ষানবিশি শুরু হয় "বঙ্গবাসী" পত্রিকায়। পত্রিকার স্বত্বাধিকারী যোগেন্দ্রচন্দ্র বসুর সংস্রবে তিনি আত্মোন্নতির প্রভূত সুযোগ পান। ১৮৯৫ খ্রিস্টাব্দের শেষাশেষি 'বঙ্গবাসী'র সম্পাদক হন। চার বৎসর বাদে কংগ্রেস-বিরোধী বঙ্গবাসীর সম্পাদনার পর ১৮৯৯ খ্রিস্টাব্দে তিনি কংগ্রেস সমর্থনকারী 'বসুমতী'র সম্পাদক নিযুক্ত হন। পরে মতবিরোধের ফলে অমরেন্দ্র দত্ত প্রবর্তিত 'রঙ্গালয়' পত্রে যোগ দেন।পাঁচকড়ি স্বদেশী-আন্দোলনের যুগে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের 'সন্ধ্যা' এবং 'হিতবাদী' পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯০৮ খ্রিস্টাব্দে তিনি 'হিতবাদী' র সম্পাদক হন। তিনি আরো কয়েকটি পত্র-পত্রিকা সম্পাদন করতেন সেগুলির মধ্যে 'প্রবাহিণী' ও দৈনিক 'নায়ক' এর নাম উল্লেখযোগ্য। সাংবাদিক হিসাবে তার সর্বাধিক প্রসিদ্ধি 'নায়ক' পত্রিকার সম্পাদনায়। মূলত কার্টুন প্রকাশের জন্য প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল 'নায়ক'। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও মতিলাল ঘোষকে উপলক্ষ্য করে প্রায়ই কার্টুন থাকত। 'স্বরাজ', 'জন্মভূমি', 'নারায়ণ' প্রভৃতি বাংলা পত্রিকা এবং 'কলিকাতা সমাচার' ও হিন্দি দৈনিক 'ভারতমিত্র' এর সঙ্গে সম্পাদনায় বা অন্যভাবে যুক্ত ছিলেন।
রচিত গ্রন্থাবলি
'আইন-ই-আকবরী ও আকবরের জীবনী'
'শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত'
'উমা'
'রূপলহরী' বা রূপের কথা'
'সিপাহীযুদ্ধের ইতিহাস'
'বিংশ শতাব্দীর মহাপ্রলয়'
'সাধের বউ' - উপন্যাস
'দরিয়া' - উপন্যাস
'সম্রাট ঔরঙ্গাজেব'
বাঙলার তন্ত্র[
পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু ছিলেন না। পিতামাতার বর্তমানেই মাত্র ৫৭ বৎসর বয়সে ১৯২৩ খ্রিস্টাব্দের ১৫ ই নভেম্বর ( ২৯ শে কার্তিক, ১৩৩০ বঙ্গাব্দ) প্রয়াত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত