পুতিনের সাথে আলোচনা করতে মতপ্রকাশ বাইডেনের, তবে…
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২২:৫৮
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রস্তাব মেনে ‘নীতিগতভাবে’ ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে মতপ্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে হোয়াইট হাউজের বরাতে বিবিসি জানায়, ফ্রান্সের প্রস্তাবিত আলোচনা তখনই হবে যদি রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ না করে।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিক হলে এ বৈঠক কয়েক দশকের মধ্যে হতে যাওয়া ইউরোপের সবচেয়ে খারাপ নিরাপত্তা সংকট নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের প্রস্তাব দিতে পারে।
তবে এখনও মার্কিন কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত, যা মস্কো বরাবরের মতোই অস্বীকার করেছে।
এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা সবসময় কূটনীতির জন্য প্রস্তুত। রাশিয়ার যুদ্ধ বেছে নিলে আমরা দ্রুত এবং গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। বর্তমানে রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনের উপর পূর্ণ মাত্রায় হামলার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।’
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং রুশ প্রেসিডেন্ট পুতিন টেলিফোনে দুইবার দীর্ঘ তিন ঘণ্টা কথা বলেছেন।এ সময় দুই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর সোমবার সকালে ম্যাক্রোঁ ও জো বাইডেনের মধ্যে ১৫ মিনিটের মত টেলিফোনে কথা হয়েছিল।
ফরাসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সারজেই লেভরোভের বৈঠকের সময় পুতিন ও বাইডেনের মধ্যে সম্ভাব্য বৈঠকের দিন এবং আলোচনার বিষয়বস্তু ঠিক হওয়ার কথা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত