পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিবগঞ্জে যুবক নিহত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১৩:৩৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১১:১১

পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জে এক নির্মাণ শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

৩৫ বছরের নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম আতোয়ার আকন্দ। তিনি নাটমরিচাই পশ্চিম পাড়ার বুলু আকন্দের ছেলে।

আতোয়ারের ভাইয়ের স্ত্রী আমেনা বেগম জানান, গ্রামে বনভোজনের যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে রাস্তায় একটা ব্যানার টাঙ্গানো ছিল। জুম্মার নামাজের পর দুপুর আড়াইটার দিকে পাড়ার বাসিন্দা তাজেল ও আরো কয়েকজন সেই ব্যানার ছিঁড়ে ফেলেন। এটা নিয়ে আতোয়ারের সঙ্গে তাদের গণ্ডগোল হয়। ওই গণ্ডগোলের জের ধরে রাতে তাজেল ও তার পরিবারের লোকজন বাড়িতে এসে হামলা করে। 

আতোয়ারের বাবা বুলু আকন্দ জানান, রাত সাড়ে আটটার দিকে তাজেল তার বাবা নজমল ও মা বাড়িতে এসে চিৎকার চেচাঁমেচি শুরু করেন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে তার ছেলে আতোয়ারের মাথায় আঘাত করা হয়। 

তিনি আরও জানান, একাধিকবার আঘাতের কারণে আতোয়ার সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস। তিনি বলেন, বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে আতোয়ার নামে এক যুবক নিহত হয়েছেন।  মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরো জানান এই হত্যার মুল আসামি নজমল হোসেন এবং তার স্ত্রীকে রাতেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত