পিএসএল: লাহোরে সাকিব, মুলতানে মাহমুদুল্লাহ ও করাচিতে লিটন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৯:৩০ |  আপডেট  : ৬ নভেম্বর ২০২৪, ০১:২৩

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২১ সালের আসর এখনো শেষ হয়নি। মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায়। যেটি আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে নতুন করে প্লেয়ার ড্রাফট করায় ফ্রাঞ্জাইজি ভিত্তিক জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসরটি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া প্লেয়ার ড্রাফটে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছে তার পুরনো দল মুলতান সুলতানস। আর প্রথমবারের মতো দল পেয়েছেন লিটন কুমার দাস। তাকে কিনে নিয়েছে করাচি কিংস।

এর আগে চলতি বছরের পিএসএল আসর শুরু হয় গত ফেব্রুয়ারিতে। কিন্তু সে সময় কোনো বাংলাদেশি ক্রিকেটারই দল পায়নি। এবার মাঝপথেই এই তিনজনকে কিনে নিলো ফ্রাঞ্জাইজি কর্তৃপক্ষ। তবে নিলামে নাম থাকলেও দল পাননি তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত