পাঠান বয়কটের জবাবে শাহরুখ খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ |  আপডেট  : ৮ মে ২০২৪, ০৬:৪৪

বলিউডে তারকা শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে দুদিন আগে। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।

‘পাঠান’ ছবির প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই আন্দাজ করেছিলেন ভক্তরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

গানটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও গানটি পছন্দ হয়েছে, কারও কাছে বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। 

‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে— পাঠান ছবিতে নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং। 

এই টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানেই ‘পাঠান’ সিনেমার গানের সমালোচনার জবাব দেন তিনি। বক্তৃতায় তিনি সিনেমার ওপর সামাজিক মাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তোলেন।

শাহরুখ মনে করেন, বলিউডে এমনিই এখন মন্দা চলছে। তার ওপর প্রতিটি ছবির ট্রেলার বা টিজার মুক্তি পেলেই এখন সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঢল নামে। এরপরই তিলকে তাল করে ছবি বয়কটের ডাক আসে মুহূর্তেই। এতে সিনেমারই ক্ষতি হয়, সেই সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিরও।

শাহরুখ বলেন, সামাজিক মাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে সিনেমা এর চেয়ে অনেক বড়। সবকিছুর ঊর্ধ্বে উঠে নিজের মতো টিকে থাকবে।

কারো নাম না নিয়েও যে নিন্দুকদের জবাব দেয়া যায় তারই জানান দেন শাহরুখ। এরপরই ‘পাঠান’ ছবির সংলাপ ধার করে তিনি বলেন, ‘ম্যাঁয়, আপ অওর সব পজিটিভ লোক আভি জিন্দা হ্যায়।’ শাহরুখের এ উক্তিই স্পষ্ট করে দেয়, নেতিবাচক চিন্তাভাবনাকে তিনি মোটেও পাত্তা দেন না।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত