পুরুষের চেয়ে নারী ভোটর বেশী
কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত
প্রকাশ: ৮ মে ২০২৪, ১৮:৫৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪
১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রংপুরের কাউনিয়ায় বুধবার সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন কালে ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে উপজেলার উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকালে গুরিগুরি বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বারার সাথে সাথে ভোটার উপস্থিতি বারতে থাকে। কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পরার মতো, তবে বেশীর ভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের লাইন চোখে পরেনি। ভোট চলা কালে বিজিবি, র্যাব, পুলিশ, রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গেছে। ভোটারা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে রাস্তার মোড়ে মোড়ে শ্লোগান দিতে দেখা গেছে। কর্মী সমর্থকদের মতে চেয়ারম্যান পদে মটরসাইকেল প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম মায়া হারাগাছ পৌরসভা, সারাই ইউনিয়ন ও হারাগাছ ইউনিয়নে এগিয়ে আছেন, অপর দিকে আনারস প্রতীক নিয়ে আঃ রাজ্জাক টেপামধুপুর, বালাপাড়া, শহীদবাগ ও কুর্শা ইউনিয়নে এগিয়ে আছেন। ভোটের পরিসংখ্যানে সবচেয়ে বেশী ভোট হারাগাছ পৌরসভায়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউনিয়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত