পাটাভোগ ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৭ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
আজ শনিবার বেলা ১১ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পাটাভোগ ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ।শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজীব আহমেদ সভাপতিত্বে ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ - ১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান, , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা এলজিডি কর্মকর্তা মোঃ রাজিউল্লাহ।আরও উপস্হিত ছিলেন, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খান বারী, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঝিলু,হাঁসাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আহসান হাবীব।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পাটাভোগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মহিলা সদস্য হোসনে আরা বেগম, রাবেয়া খাতুন, রাজিয়া সুলতানা আখি, পুরুষ সদস্য মোঃ শাহিন সরদার, সেলিম হোসেন, মিজানুর রহমান, রজ্জব শেখ, মাসুম খান, শেখ শাহিন, সুমন, মাসুম মোল্লা, নজরুল ইসলাম, সচিব সিরাজুল ইসলাম, সহকারী সজীব সরকার, মানিক।
পাটাভোগ ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন, মুন্সীগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত