পদ্মা সেতুর পাশে ক্ষৌরকর্ম!
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১০:১৪ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৭
নাম তার সুনীল শীল। পেশায় নরসুন্দর। লৌহজংয়ের মাওয়া বাজারে তার একটি স্যালুনের দোকান আছে। কিন্তু সে প্রতিদিন খুব সকাল থেকে মাওয়া মৎস্য আড়তের পাশে পদ্মা নদীর তীরে ক্ষৌরকর্ম করে বেড়ান। এভাবে চলছে প্রায় দুই দশক। দিনের আয়ের অর্ধেক আয় এখান থেকেই জোগান হয়।
খোলামেলা হাওয়ায় আর পদ্মা সেতুর অদূরে শুধু একটি চেয়ার পেতে কাস্টমার বসিয়ে চলে নরসুন্দরের কাজ। ঝড়বৃষ্টি হলে সমস্যা হয়। রোদ চড়া হওয়ার আগেই সকাল সাড়ে ৮টার মধ্যে গুটিয়ে যায় সুনীলের কাজ।
চুল কাটাতে আসা আনোয়ার নামে এক মাছ ব্যবসায়ী জানান, পদ্মা নদী ও পদ্মা সেতুর পাশে বসে চুলদাড়ি কামানোর আনন্দই আলাদা। তার সঙ্গে আছে বিশুদ্ধ বাতাস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত