পদ্মা সেতুর কাজে ব্যবহৃত চুরি যাওয়া রডসহ আটক ২
প্রকাশ: ১৭ জুন ২০২১, ১০:০০ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৯
পদ্মা সেতুর কাজে ব্যবহৃত রড চুরি করে বিক্রির অপরাধের অভিযোগে রডসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে লৌহজং উপজেলার মাওয়া বাজার থেকে চুরি যাওয়া ১২০ কেজি রড ও দোকানমালিকসহ দুজনকে পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ১৯ বীর ইউনিট আটক করেছে। আটক ব্যক্তিদের লৌহজং থানায় সোপর্দ করা হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আলমগীর হোসাইন জানান, কমান্ডার সার্জেন্ট হারুনের নেতৃত্বে মো. আনোয়ারুল ইসলামের ভাঙ্গাড়ি দোকান থেকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত MBEC-5 কোম্পানি থেকে চুরি যাওয়া রডের টুকরা আনুমানিক ১২০ কেজিসহ (যার মুল্য প্রায় ৪ হাজার টাকা) দোকানমালিক আনোয়ারুল ইসলাম ও মো. জীবন মিয়া নামে দুজনকে আটক করা হয়।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত