পদ্মা সেতুতে যাতে নাশকতা না হয় সেজন্য সজাগ আছি: স্বরাষ্ট্রমন্ত্রী 

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১৪:৫৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পদ্মা সেতুর দুই পাড়ে দুটি নতুন থানা স্থাপন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। আমরা সবসময়ই সজাগ রয়েছি, যাতে কোনো নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যামেরা বসানো আছে, সব নজরদারিতে আছে। 

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু করা হবে কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, মোটরসাইকেলের সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমাদের সেতু বিভাগ চিন্তাভাবনা করছে এবং অন্যান্য সংস্থাও এটা নিয়ে আলোচনা করছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত