পদ্মাসেতুর খুঁটির সঙ্গে ফেরির ধাক্কায় মাষ্ঠার-সুকানি বরখাস্ত
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১৬:৫০ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৭:০৬
পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির সঙ্গে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গিরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মাসেতু কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন। তিনি বলেন, থানায় রাত এগারোটায় সাধারণ ডায়েরি( জিডি) রুজু করা হয়।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান গতকাল রাতে ফেরি ধাক্কায় সেতু ক্ষতিগ্রস্থ ঘটনায় লৌহজং থানায় রাত এগারোটায় সাধারণ ডাইরি লিপিবদ্ধ করা হয় । পদ্মা সেতুর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি দেওয়ান আব্দুল কাদের লৌহজং থানায় সাধারণ ডায়েরি( জিডি)আবেদন করি।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমণ দেব জানান, গতকাল রাতেই লৌহজং থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হয় তবে তদন্ত করবে শিমুলিয়া ঘাট নৌপুলিশ।
এদিকে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ফেরির মাষ্ঠার ইনল্যান্ড মাষ্ঠার আইল্যান্ড মো. দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদ কে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি । অপরদিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ করর্পোরেশন ফেরি দুর্ঘটনা তদন্ত করতে ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রো-রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি সামান্য ক্ষতি হয় এবং ২৭টি যানবাহন ভর্তি রো রো ফেরিটির পেছনের অংশের তলা ফেটে হুঁ হুঁ করে পানি ঢুকতে শুরু করে।
ফেরিটিতে পানি ওঠা অবস্থায় দ্রুত শিমুলিয়ার ২ নম্বর ঘাটে নোঙর করা হয়। একই সঙ্গে তলব করা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ ও একই সঙ্গে ফেটে যাওয়া তলা মেরামতের কাজ করে বলে বিআইডব্লিউটিসির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এঘটনায় এক নারী সহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। এছাড়াও ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে অপর আরেকটি প্রাইভেটকারে পরলে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত