পদ্মার দূর্গম চরে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  প্রেস রিলিজ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১৩:৩৮ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ২০:৩৫

মাঘের হাড়কাঁপানো তীব্র শীত অন্যদিকে অসময়ে নদী ভাঙ্গনে বিপর্যস্ত বাঘার পদ্মার চরের জনজীবন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে সেভিয়র ফাউন্ডেশন এবং রেডিও বড়াল যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্ত চরবাসীদের মাঝে উষ্ণতার পরশ কম্বল বিতরণ করা হয়।


সোমবার (২৩ জানুয়ারি) রাজশাহী জেলার বাঘা উপজেলার  চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরের বিভিন্ন গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার নবনির্বাচিত কমিশনার মো. কামাল হোসেন।   সংগঠনটির সভাপতি সরকার শাহিন মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, সমন্বয়ক মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান শোভন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাকিব, সম্মানিত সদস্য মোঃ তুহিন উদ্দিন, আহসান হাবিব রুবেল, শিশ মাহমুদ, তন্ময় মাহমুদ, নাহিদ, স্থানিয় প্রতিনিধি সবুজ বিশ্বাস, মিলন এবং রেডিও বড়ালের প্রতিনিধিবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত