পঞ্চগড়ে ৭ কোটি টাকার বিষ্ণু মুর্তিসহ তিনজনক গ্রেফতার
প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ১৯:১৪ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি নাম এলাকা থেকে একটি ১৭ কেজি ওজনের বিষ্ণু মুর্তি সহ তিনজনক গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশ জানায় ,বৃহষ্পতিবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের সরকার পাড়া বানুর হাট বাজারের মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দিরাম এর ফার্মেসীর দোকানে প্রবেশ করলে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিম তাকে অনুরসরণ করে। এরপর দোকানটির আশপাশ ঘিরে ফেলে এবং এই অভিযানে একটি ১৭ কেজি ওজনের (যাহার উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্ত ১১ ইঞ্চি) বিষ্ণু মূর্তি সহ মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দিরাম, থানা-দেবীগঞ্জ, মোঃ হাবিবুর রহমান (৪৮), পিতা-মৃত আমানত আলী, সাং- কৃষ্ণ কান্ত জোত, মোঃ শহিদুল (৫৫), পিতা- মোঃ একরামুল হক, সাং- তেঁতুলিয়া, উভয় থানা- তেঁতুলিয়াকে হাতে নাতে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের( ডিবি ) উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই বাজারে অবস্থান নেয়। ব্যাগে করে মূর্তিটি আনা মাত্রই কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ ৩ জনকে গ্রেফতার করা হয় উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ওষুধ বিক্রেতা শাহীন দীর্ঘদিন ধরে এই মূর্তি বিক্রি চক্রের সঙ্গে জড়িত। পুলিশ সুপারের নির্দেশনায় কয়েক মাস ধরে তার উপর নজরদারি করে আসি।এরপরক্রেতা সেজে তাদের হাতেনাতে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত