পঞ্চগড়ে  হয়রানির শিকার ভূমি কর্মকর্তা!

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯ |  আপডেট  : ৭ মে ২০২৪, ০৭:২১

পঞ্চগড়ের দেবীগঞ্জের এক ইউনয়িন ভূমি কর্মকর্তা নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে  জানান ওই কর্মকর্তা । একটি ভিডিও অডিও নিয়ে এ অবস্থা সৃষ্টি হয়েছে। কেবা কারা এমন ভিডিও অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে তিনি জানান।

জানা যায়, সম্প্রতি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার দপ্তরে ওই ইউনিয়নের একজন ব্যক্তি জমি সংক্রান্ত বিষয়ে তার কাগজপত্র নিতে গেলে এই বিড়ম্বনার ঘটনা ঘটে। তার কথোকপনটি কে কেবা কারা ভিডিও অডিওতে ধারণ করেন।

ওই শালডাঙ্গার ভূমি কর্মকর্তা অমর চক্রবর্তী জানান, লোকটি প্রতিবন্ধি তার কাগজপত্রের অবস্থা জানতে আসে। তার কাজটিও আমি দায়িত্ব নিয়ে করেছি বলে জানিয়ে দেই। এরপর কেবা কারা আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নানা ভাবে রঙ দিয়ে অপ্রপচার চালাচ্ছে। এটি পূর্ব পরিকল্পিত ‘এতে আমার মানহানির অবস্থা তৈরি হয়েছে। তিনি  এ ব্যাপারে সকলের সহযোগীতা চান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত