পঞ্চগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা
প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ১৮:০৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১
জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ‘‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক’’ কর্মশালা পঞ্চগড় সাকির্ট হাউসে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল কাদের। বৃহষ্পতিবার দিনব্যাপি ওই কর্মশালায় জেলার কর্মরত ৩০ জন প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইনের গনমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার কথা উঠে আসে।কর্মশালায় বলা হয়, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি,স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। এই চারটি স্মার্ট পূর্নাঙ্গরুপে বাস্তবায়ন হলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে। আর তাকেই বলে স্মার্ট বা স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বিষয়ে সার্বজননীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
কর্মশালাটিতে বক্তব্য রাখেন জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ প্রোগ্রামার মোঃ আব্দুস সালাম, উপপরিচালক মোঃ সোহেল রানা, পরিচালক নাহিদনাজ, গবেষনা কর্মকর্তা মোঃ ফাইম সিদ্দিকী। কর্মশালায় সভাপতিত্ব করেন একেএম আজিজুল হক, পরিচালক, জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট। সমাপনীর আগে প্রবীণ গনমাধ্যমকর্মী মোঃ শহীদুল ইসলাম ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামিল চৌধুরী ডলার বক্তব্য দেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত