পঞ্চগড়ে সার্বজনীন পেনশন স্কীম নিয়ে সভা অনুষ্ঠিত  

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১৯:২৩ |  আপডেট  : ৫ মে ২০২৪, ১৩:৪৪

ডিজিটাল বাংলাদেশ গঠনের পর সরকারের সার্বজনীন পেনশন স্কীম সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে এক সভা রোববার বিকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সভাপতিত্ব করেন। 

 জেলা প্রশাসক মো. জহরুল ইসলাম জানান, সরকারের গৃহিত সর্বজনীন পেনশন স্কীম সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছি। সরকারি-আধাসরকারি, ব্যক্তি পর্যায়ে এ নিয়ে সভা করছি। ব্যাপক সাড়া পাচ্ছি। এটা লাভজনক এবং পরবর্তী জীবনের জন্য ব্যাপক সুফল বয়ে আনবে। এটা বুঝতে পারলে সবাই স্বেচ্ছায় এ স্কীম চালু করবে। আশা করছি আমরা জেলায় এই পেনশন স্কীম বাস্তবায়নে সফল হবে।ওই সভায় সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি পঞ্চগড় শাখার এজিএম এটিএম মাহমুদুর রহমান সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান,প্রবাস স্কীম, প্রগতি স্কীম, সুরক্ষা স্কীম ও সমতা স্কীমে চাদার উপর মুনাফা ও সরকারী ভতূর্কি দেওয়া হয়। সকল পেশাজীবিদের এ পেনশনে অর্ন্তভূক্ত হওয়ার আহবান করেন তিনি। সভায় জেলার সরকারি আধাসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত