পঞ্চগড়ে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১২:২১ |  আপডেট  : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২

পঞ্চগড়ে সরকারি খাদ্য গুদামগুলোয় ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। নানা প্রতিকুলতা আর বাজার দর বেড়ে যাওয়ার পরও সংগ্রহ অভিযান সফল হতে চলেছে। গত তিন মাসে শতকরা ৮০% ধান চাল সংগ্রহ করেছে সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তাগণ।

জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নানা কৌশলে এবারে বোরো সংগ্রহ অভিযান সফল হতে পারে বলে জানা গেছে। জেলার ৯টি খাদ্য গুদামের আওতায় ৭ মে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়। যা চলবে এ বছরের ৩০ আগস্ট বলে জানায় খাদ্য বিভাগের সংশ্লিষ্টরা। চলতি বোর মৌসুমে চাল সরবরাহে চুক্তিবদ্ধ মিলের সংখ্যা ২৫০টি। সরকার এবারে প্রতিকেজি চালের দর নির্ধারণ করে দিয়েছে ৪৫ টাকা। যা গতবার ছিল ৪৪ টাকা। ধান প্রতিকেজি ৩২ টাকা। যা গতবার ছিল ৩০ টাকা। এদিকে খাদ্য বিভাগের কর্মকতার্রা(ওসিএলএসডি) জানান মাঝ খানে অতিবৃষ্টির কারণে সংগ্রহ অভিযান কিছুটা ব্যহত হলেও সে সমস্যা কেটে গেছে। আবহাওয়া এখন অনুকুলে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৯ হাজার ৮২২ মেট্রিক টন। এর মধ্যে ২৭ জুলাই পর্যন্ত সংগ্রহ হয়েছে ৮ হাজার মেট্রিক টন। যার শতকরা হার ৮১%। এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩৫৮ মেট্রিক টন। যার শতকরা হার ৭৯%।এদিকে গত এক মাস ধরে ধানের দাম বাড়তে থাকে। ফলে কিছুটা প্রভাব পড়ে বাজারে। বাড়তে থাকে চালের দাম। তার পরেও সরকারি ভাবে পঞ্চগড়ে ধান চাল অভিযান অব্যাহত রয়েছে। এদিকে জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৩৩ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান জানান, আশা রাখি নিধার্রিত সময়ের মধ্যে সংগ্রহ অভিযান শতভাগ অর্জিত হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত