পঞ্চগড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ও ১৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:৪৫ | আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৯:১৭

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে মঙ্গলবার ( ২৯ জুলাই) পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি ট্রাক ও ১ টি বাস এর চালককে চার হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ১৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, নাহিদ হাসান তাহমিদুর রহমান, জনাব মোহাম্মদ আসিফ আলী ও জনাব সুবীর সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টীকার সাঁটানো হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত