পঞ্চগড়ে ভোটার দিবসে আলোচনা ও র‍্যালি

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১৯:০১ |  আপডেট  : ২১ জুলাই ২০২৪, ২১:০১

‘সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্য পঞ্চগড়ে পালিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে ওই দিন জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা নির্বাচন অফিস র‍্যালি  ও আলোচনা সভার আয়োজন করে। সকালে কালেক্টরেট চত্বরে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।

এরপর র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা নির্বাচন অফিসার মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আব্দুল কাদের। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লাহ আমির, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন ও জেলা পরিষদ সদস্য আকতারুন্নাহার সাকী বক্তব্য রাখেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত