পঞ্চগড়ে বিশিষ্ট যুবক ব্যবসায়ি হামিদারের হ্জ পালনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১১ মে ২০২৪, ১৫:০১ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫০
পঞ্চগড়ের যুবক ব্যবসায়ি মোঃ হামিদার রহমানের হ্জ পালন উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি পঞ্চগড়ের প্রথম যুবক যিনি হ্জ পালন করতে সৌদী যাচ্ছেন।পবিত্র হ্জ পালন উপলক্ষে তার নিজ বাস ভবন মোলানি বোদা পাড়াস্থ শনিবার (১১ মে) সকালে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদত সম্রাট সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ তৌদিুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলার নব নিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এস শাহনেওয়াজ প্রধান শুভ প্রমূখ উপস্থিত ছিলেন। হ্জ পালনে যাওয়ার আগে এই যুবক ব্যবসায়ি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় সদরের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক সাংষ্কৃতিক ও দলীয় নেতা কর্মী সহ তার বাবা,ভাইবোন প্রতিবেশিরাও দোয়ায় শরীক হন।মোঃ হামিদার রহমান মোঃ জুমার উদ্দীনের পূত্র। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত। তিনি হ্জ পালনে ২৩ মে সৌদীর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। তিনি বলেন আমি সবার কাছে দোয়া কামনা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত