সিরাজদিখান বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম গ্রেফতার

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০৬ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩

মুন্সীগঞ্জ সিরাজদিখান থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মুন্সীগঞ্জ সদর থানার ৩১/৯ মামলায় বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম যুবরাজ (৫৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে বাসাইল ইউনিয়ন পরিষদ হতে তাকে গেপ্তার করে পুলিশ।

সাইফুল ইসলাম যুবরাজ বাসাইল ইউনিয়নের পাথরঘাটা এলাকার বাসিন্দা এবং বাসাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচাজ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের মুন্সীগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জ সদর থানার ৩১/৯ দায়েরকৃত হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত