পঞ্চগড়ে প্রভাষকের অত্যাচারে অতিষ্ট ভ্যান চালকের পরিবার
প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:১৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০
পঞ্চগড়ে এক প্রভাষকের অত্যাচারে অসহায় হয়ে পড়েছে এক ভ্যান চালকের পরিবার। ওই প্রভাষকের নাম মোকছেদুল হক। তিনি পঞ্চগড় সদর উপজেলার ফুটকীবাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
ভুক্তভোগীরা বলেন,তাদের বাড়ির আঙ্গিনায় ইট,বালু,ইটের খোয়া ফেলে চলাচলের পথ বন্ধ করে মোকছেদুল ইসলাম ব্যবসা করছেন। এমনকি রমজান মাস জুড়ে মেশিন দিয়ে বাড়িতে ইটের খোয়া ভেঙ্গেছিল। কখনও ঘরের দরজা ভেঙ্গে নিয়ে যায়, আবার কখনও ঘরের বেড়া ও চাল খুলে দেয়। প্রভাষকের অত্যাচারে অতিষ্ঠ, বলতে গেলে মারপিট,হত্যা, মামলার হুমকি দেন তিনি। এমনকি মোকছেদুলের কাজের লোকজনের ভীড়ে দুই মেয়ে ও স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা যায়, ইয়াসিন আলীসহ তার পরিবারকে গত ৩০ বছর আগে এই বাড়িতে থাকতে দেয় খোলাপাড়া এলাকার মৃত ওহাব আলী। তাদেরকে পাশের এলাকা গাইঘাটা থেকে নিয়ে আসে। কথা ছিল তার জমি জায়গা পুকুর, বাগান দেখাশুনা করার। তার পারিশ্রমিক হিসেবে কোন টাকা পয়সা না দিয়ে ইয়াসিন আলীর পরিবারকে চার শতক জমি দেয়ার কথা। সে অনুযায়ী তাকে নিয়ে এসে জমির উপর বাড়িও করে দেন তিনি। ওহাব আলীর মৃত্যুর পর তার ছেলেসহ ওয়ারিশরা পরিবার ইয়াসিন আলীর ভিটেমাটি তাকে না জানিয়ে বিক্রি করে দেন মোকছেদুল নামের ওই প্রভাষকের কাছে। তার কিছুদিন পর থেকেই শুরু হয় প্রভাষকের জমি থেকে উচ্ছেদ করার বিভিন্ন কৌশল। অভিযুক্ত প্রভাষক মোকছেদুল ইসলাম বলেন, আমি জমি ক্রয় করেছি বাড়ি করার জন্য। আরেকজনকে বসবাস করার জন্য না। এজন্য বালু ইটের খোয়া রাখা হয়েছে।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ইউপি সদস্য মহসীন আলী বাবু বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ওই প্রভাষককে নোটিশ করা হয়েছে একাধিকবার কিন্তু কোন সাড়া দেয়নি। আবার বলছেন কোর্টে উচ্ছেদ মামলা করব। অথচ বাড়ি সরানোর জন্য যাবতীয় খরচ দেয়ার কথা ছিল ওই প্রভাষকের।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত