পঞ্চগড়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা
প্রকাশ: ৬ মার্চ ২০২৪, ১০:২৮ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৫
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় দুর্যোগ দিবস পালন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার (৫মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূর্ব প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজউদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন সহ জেলাপদস্থ কর্মকর্তারা।
আগামী ১০ মার্চ রোববার সারা দেশের ন্যায় পঞ্চগড়ে জাতীয় দুর্যোগ দিবস পালন করা হবে। এই দিন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৯ টা ১৫ মিনিটে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দূর্যোগ দিবসে মহড়া অনুষ্ঠান শেষে পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত