পঞ্চগড়ে দুদিনব্যাপি বসন্ত বরণ ও পিঠা উৎসব

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ১৭:৫২

পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে দুদিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার সকালে কলেজে চত্বরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা উৎসবের উদ্বোধন। কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান,শিক্ষক পরিষদের সভাপতি আব্দুর রশিদ, অনুষ্ঠানের আহবায়ক গোলাম রহমান প্রধান বক্তব্য রাখেন।

এ উপলক্ষে বৃহষ্পতিবার দিনভর আয়োজনের মধ্যে কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা উৎসবে বাহারি ও নানা স্বাদের পিঠা নিয়ে কলেজ চত্বরে ২০টি স্টলে সাজানো হয়। কলেজের শিক্ষার্থীর এসব স্টলের আয়োজন করে। বিভিন্ন স্টলে জামাই পিঠা, লিছু পিঠা, মালপোয়া, ঝিনুক পিঠা, সুন্দরী কমলা, ননিয়া পিঠা, তেল পিঠাসহ নানা রঙের এবং নানান স্বাদের পিঠা খেতে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা ভিড় করেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত