পঞ্চগড়ে ছাত্রদলের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৪, ১৭:২৬ | আপডেট : ৭ নভেম্বর ২০২৪, ১০:০৯
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসুচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বোদা মহিলা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসুচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমূখ। এসময় ফরহাদ হোসেন আজাদ বলেন শিক্ষার্থীরাই হবে আগামীর বাংলাদেশ । তাই অন্যান্য কাজের পাশাপাশি সকল শিক্ষার্থীকে বেশি বেশি পড়াশোনা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের স্ত্রী এবং কন্যা পৃথিবী বিখ্যাত ডাক্তার আইনজীবী হয়েছেন। তাদের মতো তোমাদেরও বিখ্যাত হতে হবে। আগামীতে দেশে অনেক ভালো কিছু করতে চাই আমরা। এ জন্য জাতীয়তাবাদী দলকে ও এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা জনগনের পাশে থেকে কাজ করবো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত