পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: ১৭ মে ২০২৪, ১৯:১৭ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৪
পঞ্চগড়ের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীরের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় মামলা করেছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করেন।মো. আহসানুল কবীর ২০২১ সালের ১১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তেইশ লক্ষ সাতানব্বই হাজার দুইশত তেইশ টাকার সম্পদের তথ্য গোপন এবং চৌত্রিশ লক্ষ উনত্রিশ হাজার সাতশত ছয় টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখল করার অভিযাগ আনা হয়েছে ওই মামলায়।দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. তৌহিদ হাসান পুলক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা দুর্নীতি দমন কমিশনের এই মামলা দায়েরের ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেন, নাম প্রকাশ না করে দুর্নীতির ঘটনাগুলো অবহিত করুন। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত