পঞ্চগড়ের তিন ইউপি পরিষদের চেয়ারম্যন কর্তৃক জন্ম ও মৃত্যু নিবন্ধনের টাকা আত্নসাতের অভিযোগ
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩ | আপডেট : ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪
পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে চলমান জন্ম ও মৃত্যু নিবন্ধনের মনিহারি খাতে বরাদ্দের টাকা,পরিষদের হিসাব নম্বরে জমা দিয়ে খরচ করার নিয়ম থাকলেও তিনটি ইউনিয়নের চেয়ারম্যান নিজের হিসাব নম্বরে জমা করে আত্মসাতের অভিযোগ উঠেছে।চেয়ারম্যানরা হলেন-দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনি ভূষন রায়, চিলাহাটি ইউনিয়নের হারুন অর রশিদ,শালডাঙ্গা ইউনিয়নের ফরিদুল ইসলাম।
তথ্যনুযায়ী,রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগ ২০২৪-২৫ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসের জন্য বরাদ্দ দেওয়া হয়।সে অনুযায়ী জেলা প্রশাসক প্রতি ইউনিয়নে ৩৩ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করেন।হিসাব নম্বর ০১০০০১১৩৮৭১৬৫,শালডাঙ্গা ইউনিয়নের চেক নম্বর ৬০০৪০৮৩৯৫০৫,চিলাহাটি ইউনিয়নের চেক -৫০৬ এবং পামুলি ইউনিয়নের ৫১০ নম্বর চেকে টাকা প্রদান করা হয়।যা পরিষদের রাজস্ব আয় হিসাব নম্বরে জমা করে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে ব্যয় করবে।অভিযোগ রয়েছে,
চেয়ারম্যানরা পরিষদের রাজস্ব আয় হিসাবে জমা না করে,নিজের নামের হিসাবে জমা করে টাকা আত্মসাত করেছেন।অভিযুক্ত চেয়ারম্যান শালডাঙ্গা ইউনিয়নের ফরিদুল ইসলাম বলেন,বাস্তবতা তো ভিন্ন ‘এবং এটা মোটেও ঠিক নয়।পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনি ভূষন রায় জানান,ভুলক্রমে অন্য হিসাব নম্বরে চেক জমা দেওয়া হয়েছে।টাকাটা আমি পরিষদের হিসাবে জমা করে দিব।চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ মুঠোফোনে ফোনে বলেন ‘এটা আমি বুঝতে পারিনি। ইউএনও অফিস বললো এটা আপনার চেক আমি তা ভেবে দেখিনি। সমস্যা নাই ওই টাকা সোমবারে জমা দিয়ে দিবো
এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাহমুদুল হাসান জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত