পঞ্চগড়ে  মাদককারবারি আটক  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১৯:২৭ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪

বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই আসাদুজ্জামান প্রমাণিক ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১২ মার্চ বোদা পৌরসভার সরদারপাড়া গ্রামস্থ  জনৈক আফসার আলীর বসতবাড়ি হতে  অনুমান ৫০ গজ দক্ষিণে বোদা হতে দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের পাকা রাস্তা সংলগ্ন লিচু বাগান হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ আব্দুল মান্নান(২৪), পিতা- মৃত আফসার আলী, সাং-হাজীপাড়া, ডাকঘর বগদুলঝুলা, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ২৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ হাতে নাতে ধৃত করা হয়।  আসামি মো: আব্দুল মান্নান এর  বিরুদ্ধে বোদা থানার মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান পুলিশের অভিযান চলমান এবং কাউকে ছাড় নয়।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত