পঞ্চগড়ে ফিস্টুলা নির্মূল বিষয়ক মত বিনিময় সভা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:৪৪ |  আপডেট  : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৬

কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ল্যাম্ব হাসপাতাল,পার্বতীপুর, দিনাজপুরের অধীন স্টপ সাফারিং ফিমেল জেনিটাল ফিস্টুলা প্রজেক্ট আয়োজিত পঞ্চগড় জেলার সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রাইভেট ক্লিনিকের মালিকবৃন্দের অংশগ্রহণে "প্রসবজনিত ফিস্টুলা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।  বুধবার পঞ্চগড় সিভিল সার্জন সম্মেলন কক্ষে  ডাঃ  মিজানুর রহমান  সিভিল সার্জন পঞ্চগড় এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন শৈলেস চন্দ্র বাস্কে( শিলাস), প্রকল্প ব্যবস্থাপক, এসএস-এফজিএফ, ল্যাম্প হাসপাতাল, দিনাজপুর,ডাঃ বেয়াট্রিক আম্বুয়ান বার্জার (বেয়া), স্পেশালিষ্ট অবস্ট্রেশিয়ান এন্ড গাইনীকোলজিস্ট ফিস্টুলা সার্জন ও কনসালটেন্ট (স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ), ল্যাম্প হাসপাতাল, পার্বতীপুর, দিনাজপুর, ডাঃ হাফিজা খাতুন, ফিস্টুলা সার্জন, ল্যাম্প হাসপাতাল, পার্বতীপুর, দিনাজপুর,ডাঃ খালেদ তৌহিদ পুলক, সভাপতি পঞ্চগড় জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন মাহফুজার রহমান, সম্পাদক, পঞ্চগড় জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলাম জিয়া উদ্দীন, স্বাস্থ্য শিক্ষা অফিসার, সিভিল সার্জন অফিস, পঞ্চগড়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত