নৈশ প্রহরী নিয়োগের দেড় মাসের মাথায় মাদ্রাসায় দুধর্ষ চুরি

  মিজানুর রহমান মিজান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১৮:৩৮ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০১:১১

ফরিদপুরের নগরকান্দার দহিসারা দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী নিয়োগের দেড় মাসের মাথায় প্রতিষ্ঠানটিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানটির একটি ভবনের প্রায় ১১ টি তালা খুলে বেশ কিছু মুল্যবান জিনিস পত্র নিয়ে গেছে বলে জানায় মাদ্রাসার সুপার এনামুল হক খান। খবর পেয়ে নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাযায়, গত ১লা জুন অত্র প্রতিষ্ঠানে নৈশ প্রহরী পদে নিযুক্ত হন দহিসারা গ্রামের আতিয়ার মোল্লার ছেলে আল-আমীন মোল্লা (২৯)। নিয়ম অনুযায়ী রাতের বেলা প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন কালে এমন ঘটনা ঘটায় নানা গুঞ্জন শুরু হয়েছে স্থানীয়দের মাঝে।

এ ঘটনায় দায়িত্বরত নৈশপ্রহরী আল-আমিন জানান, আমি রাতে নামাজ পড়তে গিয়েছিলাম। এই সময়ের মধ্যেই এ কাজটি হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু জানিনা।

প্রতিষ্ঠানের সুপার এনামুল হক খান জানান, রাতে ভবনের প্রায় ১১ টি তালা খুলে ভবনের বেশকিছু মুল্যবান জিনিস পত্র চুরি হয়েছে। ঐ রাতে প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আল-আমিন নিরাপত্তার দায়িত্বে ছিলো।

প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার বলেন, দহিসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি অত্র এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নৈশ প্রহরী আল-আমিন রাতে ফজরের নামাজ পড়তে যাওয়ার পরেই এ ঘটনাটি ঘটেছে। এমনকি ঐ রাতে এই এলাকার আরো ৪টি বাড়িতেও একই ঘটনা ঘটেছে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, চুরির ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত