নৈশভোজে বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে বাইডেন-মোদির কুশল বিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০ |  আপডেট  : ৫ মে ২০২৪, ১৫:০২

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার সঙ্গে কুশল বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শনিবার রাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেয়া বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অনুষ্ঠানে একে-অপরের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমের মাল্টি-ফাংশন হলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জি ২০ সম্মেলনে যোগ দেয়া বিশ্বের বিভিন্ন দেশের নেতারা প্রায় সবাই যোগ দেন।

বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্টালিন নৈশভোজে উপস্থিত থেকে আলো ছড়িয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত