নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত
প্রকাশ: ২০ জুন ২০২১, ২১:৩৯ | আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:১৩
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭৯ বছর বয়সী মাহবুব তালুকদারকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাঁর একান্ত সচিব মো. এনাম উদ্দীন জানিয়েছেন।
এনাম উদ্দীন রোববারবলেন, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জ্বর আসে। তাপমাত্রা বেশি এবং শারীরিক অবস্থা খারাপ অনুভূত হওয়ায় রাতেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে তাঁর করোনা শনাক্ত হয়।
মাহবুব তালুকদার এখন কেবিনে চিকিৎসাধীন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সাবেক আমলা মাহবুব তালুকদার ২০১৭ সালে নির্বাচন কমিশনারের দায়িত্বে আসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত