‘নির্বাচনের সময় এগিয়ে এলে রাজনৈতিক পরিবেশ ঠিক হয়ে যাবে- পরিকল্পনা মন্ত্রী
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ১৪:০০ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৪:২৩
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নির্বাচনের সময় এগিয়ে এলে রাজনৈতিক পরিবেশ ঠিক হয়ে যাবে। সরকার মুদ্রাস্ফীতি দ্রব্যেমূল্যের দাম কমাতে কাজ করে যাচ্ছে। সরকার ডিম-আলু আমদানি করে দাম নিয়ন্ত্রণ করবে। মুদ্রাস্ফীতির কারণে দেশের মানুষ কষ্টে আছে।’
রবিবার (৫ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন ও নতুন ভবনে ক্লাস চালু কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি হাওর ও কৃষকের সন্তান, আমার গ্রামে জন্ম। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে। হাওরে আমরা কয়েক লাখ মানুষ বাস করে। সুনামগঞ্জে ৫০০ শয্যার একটি হাসপাতাল হবে আমরা চিন্তাও করিনি। হাওরবাসীর স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এত দিন অস্থায়ী জায়গায় কষ্ট করে ক্লাস করছেন। আজ নুতন ভবণে ক্লাস শুরু।’
তিনি বলেন, ‘আমাদের আরও অনেক স্বপ্ন আছে যা একের পর এক পূরণ হবে। বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন টেকনিক্যাল কলেজের স্বপ্ন পূরণ হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, সঙ্গে মানুষের আয় রোজগার বেড়েছে। মানুষ এখন ভালোমন্দ খেতে পারে তাই চাহিদা বেড়েছে। কিন্তু পণ্যের জোগান কমেছে। এ জন্য বাজারের নতুন ক্রেতা ও ভোক্তা বেড়েছে। আমরা চেষ্টা করছি, জিনিসপত্রের দাম কমাতে। এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে সহায়তা করা হচ্ছে। সব দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মুদ্রাস্ফীতি কিছুটা কম আছে।’
এম এ মান্নান আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের আন্দোলনের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচনের এখনও ৯০ দিন বাকি আছে। নির্বাচনের সময় এগিয়ে এলে এই পরিস্থিতি আর থাকবে না।’
পরে মন্ত্রী মেডিক্যাল কলেজের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, মেডিক্যাল কলেজের পরিচালক মোহাম্মদ শামছ উদ্দিন প্রমুখ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত