নির্দিষ্ট কোনো দলের সঙ্গে নয়, জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন, ভারতকে আব্বাস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১৯:১৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
নির্দিষ্ট কোনো দলের সঙ্গে বন্ধুত্ব না করে দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জনগণের ভালোবাসা অর্জন ছাড়া এদেশ থেকে ভারত কিছু নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে চায় এমন তথ্য জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আপনার আওয়ামী লীগের সঙ্গে নয়, সরকারের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে নয়, এদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন। এই দেশের জনগণকে ভালোবাসতে শিখুন। প্রতিবেশী হিসেবে এটা আপনাদের আমরা বলতেই পারি। এদেশে মানুষের সাথে সখ্য গড়ে তুলুন। যদি এদেশের মানুষ আপনাদের ভালো না বাসে তাহলে কখনোই কিছু নিতে পারবেন না।’
আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা যখন পাকিস্তানে বিরুদ্ধে যুদ্ধ করি, তখন তারা আমাদের ওপর গুলি চালাত, লাঠিপেটা করত। তারা ছিল পাকিস্তানি পুলিশ। আজকে যখন আমরা মানুষের উন্নয়নের কথা বলি, ভোটের অধিকারের কথা বলি, এ দেশেরই একশ্রেণির পুলিশ কর্মচারী-কর্মকর্তারা আমাদের ওপর গুলি ছোড়েন। কেন ভাই? আমরা তো বাংলাদেশের কথা বলছি। আমরা কি কোনো বিদেশি শক্তি? আপনারা আর এটা করতে যাবেন না।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশে তিনটি শিক্ষা রয়েছে, অশিক্ষা, কুশিক্ষা আর সুশিক্ষা। আজকে জনগণের টাকায় বেতন নিয়ে কুশিক্ষিতরা বিরোধী নেতাকর্মীদের ওপর গুলি চালাচ্ছে। এই কুশিক্ষিতরা বিচারের প্রহসন করছেন। তারা জেলখানায় বিরোধী নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করছেন। এই কুশিক্ষিত লোকগুলো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা দেশকে ভালোবাসে না, টাকাকে ভালোবাসে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘ব্রিটিশ শাসক ও পাকিস্তানিরা এদেশ থেকে যা লুট করেছে এরচেয়ে বেশি লুট করেছে এই সরকার। এদের ভেতর দেশপ্রেম নেই।’
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত দ্রব্যমূল্য, তেল গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আসছি। সরকার কানে শুনে না। আজকে ডিমের দাম ১৫ টাকা। এদের দুর্নীতির কারণে টাকার মান কমে গেছে। যারা ব্যাংকে টাকা রেখেছেন তারা লাভের পরিবর্তে ১৪ শতাংশ টাকা কম পাবেন। আজকে বিদ্যুতের কার্ড থেকেও হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। সর্বক্ষেত্রে লুটপাট। এই সরকারকে বিদায় করতে না পারলে দেশের মানুষ মারা যাবে। স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের বিরুদ্ধে হত্যা, খুন ও গুম করেও জনসভায় মানুষ কমেনি। দিন দিন জনসমর্থন বাড়ছে। আমাদের দাবি মেনে নিন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো আওয়ামী নির্বাচন আমরা চাই না।’
এর আগে বিকেল সোয়া তিনটায় মিছিল পূর্ববর্তী সমাবেশ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। জুমার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত