নিউজিল্যান্ডের বিপক্ষে দিনের শেষটা রাঙাল বাংলাদেশ
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১২:৩৪ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:০৬
প্রথম দুই সেশনে দুই উইকেট। দিনের শেষ সেশনে তিনটি। সেটিও মাত্র ৬৯ রানের মধ্যে। মাউন্ট মঙ্গানুইতে টেস্টের প্রথম দিনশেষে নিউজিল্যান্ড তুলেছে ৫ উইকেটে ২৫৮ রান। সেঞ্চুরির পর সাজঘরে ফিরেছেন ডেভন কনওয়ে (১২২)। টম ব্লান্ডেল (১১) ইবাদত হোসেনের বলে বোল্ড হতেই শেষ দিনের খেলা।
শেষ বিকেলে ডাবল স্পিনিং অ্যাটাক। এই ফর্মুলায় আসে দিনের সবচেয়ে বড় সাফল্যটি। কনওয়ের উইকেট নেন অনিয়মিত বাঁহাতি স্পিনার মুমিনুল হক। মেহেদী মিরাজের সঙ্গে জুটি বেধে দুইপ্রান্ত থেকেই স্পিন আক্রমণের পরিকল্পনা কাজে লেগে যায় দ্রুতই।
কনওয়ের ১২২ রানের ইনিংসটি ২২৭ বলের। মারেন ১৬টি চার ও একটি ছয়। যেভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল অপরাজিত থেকেই দিন শেষ করবেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মুমিনুলকে নিউ ইয়ারের উপহারটি দিয়ে দেন কনওয়ে। ব্যাটের আলতো ছোঁয়ায় উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে।
পথের কাঁটা সরে যাওয়ার পর দিনের ৮৮তম ওভারে আসে আরও একটি সাফল্য।টস জিতে আগে বোলিং। শুরুতেই প্রত্যাশিত সাফল্য। নতুন বছরের প্রথম উইকেট বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। ব্যাটার টম ল্যাথাম। দলীয় ১ রানে নিউজিল্যান্ড হারায় প্রথম উইকেট।
তৃতীয় সেশনে রস টেলরকে (৩৩) ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন শরিফুলই।তার আগে দ্বিতীয় সেশনে ফিফটির পর নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন উইল ইয়াং (৫২)। কনওয়ের সেঞ্চুরি বেশ ভালো অবস্থানে নিয়ে যায় নিউজিল্যান্ডকে। চা বিরতির পর তিন উইকেট তুলে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত