নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে 'নারী মৈত্রীর' প্রতিবাদ সভা ও মিছিল

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৩২ | আপডেট : ৩ এপ্রিল ২০২৫, ১৪:১৭

"নারকীয় নৃশংসতায় আছিয়ার মৃত্যু: আর কতকাল এমন বর্বরতা চলবে? এই স্লোগানে গতকাল ঢাকার মোহাম্মদপুরে নারী মৈত্রীর প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে।
৩০০-র বেশি শিশু-কিশোর, যুবক, শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটির মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন। তাদের একটাই দাবি - সকল সহিংসতার অবসান এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। যুগে যুগে ঘটে যাওয়া শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই।
নারী মৈত্রী এই দাবির সাথে সম্পূর্ণ একাত্ম। নারীমৈত্রী মনে করে, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহার রোধ এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই কেবল এই ধরনের অপরাধ কমানো সম্ভব। বিগত কয়েক বছর ধরে নারী মৈত্রী নারী ও শিশু অধিকারের জন্য কাজ করে আসছে।
শিশু নির্যাতন বন্ধ হোক।
নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক।
ধর্ষকের ফাঁসি কার্যকর হোক। আপনিও এই আন্দোলনে যোগ দিন। আপনার এলাকার যেকোনো নির্যাতনের ঘটনা দেখলে প্রতিবাদ করুন, প্রশাসনকে জানান। #JusticeForAchia#EndViolenceAgainstWomen#EndChildAbuse#RapeFreeBangladesh#StandUpForHumanity#NariMoitree"
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত